ভর্তি সংক্রান্ত সাধারন তথ্য
১ম-৯ম শ্রেণী, হিফজুল কুরআন অ নূরানী বিচাগে প্রতি বছর ১ ডিসেম্বর হতে জানুয়ারি মাসব্যাপী ছাত্র/ছাত্রী ভর্তি করা হয়।
আলিম ও ফাযিল শ্রেনীতে যথাক্রমে দাখিল ও আলিম কেন্দ্রীয় পরিক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার এক/দুই মাসের মধ্যে (বোর্ড/বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি সাপেক্ষে) ছাত্র/ছাত্রী ভর্তি করা হয়।
ভর্তির জন্য অফিস থেকে ১০০টাকার বিনিময়ে ভর্তি ফরম ও প্রসপেক্টাস সংগ্রহ করতে হয়।
লিখিত/মৌখিক পরীক্ষার ভিত্তিতে ভর্তি করা হয়।
অন্য প্রতিষ্ঠান থেকে আগতদের ক্ষেত্রে পূর্বে পাশকৃত শ্রেণীর মার্কশীট ও টি.সি (ছাড়পত্র)/ প্রশংসা পত্র জমা দিতে হবে।
২ কপি পাসপোর্ট সাইজ ও ২ কপি স্টাম্প সাইজের ছবি ভর্তি ফরমের সাথে জমা দিতে হয়।
প্রতিষ্ঠানের নির্ধারিত ফি জমা দেয়ার মধ্যমে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।
শুক্রবার ব্যতীত প্রতিদিন অফিস সময়ে ভর্তি ফরম সংগ্রহ করা যায়।
১ম-৫ম শ্রণী | ৬ষ্ট-ফাযিল | হিফজ | |
ভর্তি ফরম | ১০০ | ১০০ | ১০০ |
ভর্তি ফি | ৩৫০ | ৪০০ | ৩০০ |
সেশন ফি | ৯০০ | ১১০০ | ৬০০ |
সর্বমোট | ১৩৫০ | ১৬০০ | ১০০০ |
➢ মাসিক বেতন
১ম-৫ম শ্রেণী | ৬ষ্ট-ফাযিল শ্রেণী | হিফয বিভাগ |
১৫০ | ২০০ | ২০০ |
➢ পরিক্ষার ফি
১ম-৫ম শ্রেণী | ৬ষ্ট-১০ম শ্রেণী | আলিম | ফাযিল | হিফজ বিভাগ | |
ইনকোর্স | ৫০ | ৭০ | ১০০ | ১০০ | -- |
সেমিস্টার | ২০০ | ২৫০ | ২৫০ | ২০০ | ১৫০ |